পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বকেয়া কর পরিশোধে এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স¤প্রতি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট) শাখা থেকে প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। গতকাল সোমবার এলটিইউ ভ্যাট শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠি থেকে জানা যায়, ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মূসক ও অনাদায়ী উৎসে মূসক বাবদ ১৪ লাখ ৭৭ হাজার ২৪৬ টাকা বকেয়া রয়েছে। নির্দিষ্ট সময়ে কেন এই অর্থ পরিশোধ করা হবে না, মূল্য সংযোজন করা আইন’র ৫৫ এর উপ-ধারা (১) অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সম পরিমাণ এই অর্থ এনবিআরের প্রাথমিক দাবিনামা হিসেবেও বিবেচিত হবে। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিকৃত এই রাজস্ব পরিশোধ করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।