পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিকাব পড়ায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এই প্রথম ডেনমার্কে কোন নারীকে অভিযুক্ত করা হলো। জনসম্মুখে নিকাব পড়ায় ওই নারীকে অভিযুক্ত করা হয়।
জানা যায়, কোপেনহেগেন-এর একটি শপিং সেন্টারে দুই নারী বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তখন ২৮বছর বয়সী ওই নারী পুলিশের নজরে আসেন। পুলিশ তার মুখ থেকে নিকাব সরাতে বললে তিনি অস্বীকৃতি জানান। পুলিশ বলার পরও নিকাব না খোলায় ওই নারীকে ১ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছে। ঘটনার সম্পর্কে প্রাথমিক খবরে বলা হয়, একজন নারী আরেকজনের মুখের পর্দা সরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন-আর এ নিয়েই বিবাদ চলছিল দু’জনের। যদিও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
জানা যায়, নতুন চালু করা আইনটি মানবাধিকার-কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ উসকে দিয়েছে। আইনটিতে বোরকা এবং নিকাবের কথা সরাসরি উল্লেখ করা নেই। কিন্তু বলা হয়, কেউ যদি এমন কোন পোশাক পরে যার ফলে তার মুখ ঢাকা পড়ে যায় তাহলে তাকে জরিমানা গুনতে হবে। আর এই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে ১০হাজার ক্রোনার অর্থ দন্ড হবে।
নিকাব নিষিদ্ধ করার প্রতিবাদে বুধবার রাতেই ডেনমার্কের অনেক মুসলিম নারী এর প্রতিবাদ জানিয়েছে বোরকা এবং নিকাব পড়েই। তাদের বক্তব্য, তারা নিজ ইচ্ছায় পোশাক পরার অধিকার রক্ষার জন্য লড়াই করছেন।
যদিও আইনটিতে কোথাও মুসলিম নারীদের কথা উল্লেখ করা হয়নি। অনেক মুসলিম নারী বলছে তারা এই আইনটি মানবে না। এই নিষেধাজ্ঞাকে বৈষম্যম‚লক বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ফ্রান্স অস্ট্রিয়া, বুলগেরিয়া এবং জার্মানির বাভারিয়া রাজ্য-এর কোথাও কোথাও এ ধরনের পূর্ণাঙ্গ অথবা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।