Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ বছরেই রাজনীতিতে পালাবদল দুদু

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালের মধ্যেই রাজনীতিতে পালাবদল হতে পারে বলে আশা করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবে গতকাল (সোমবার) রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে তিনি বলেন, ‘রাজনীতিতে অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু দেখেছি। আমার কেনো জানি মনে হচ্ছে ২০১৬ সালেই একটা পরিবর্তন হবে। এটা দিনের মতো পরিষ্কার।’ অল কমিউনিটি ফোরাম সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগ যে ধরনের নির্যাতন করছে, সেই ধরনের প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না- মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। কারণ তারা আর ক্ষমতায় থাকবে না। দেশনেত্রী খালেদা জিয়া স্পষ্ট বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আপনাদের ঘর-বাড়ি আমরা পাহারা দেব। ভয় পাওয়ার কিছু নেই। তবে আইনের মুখোমুখি আপনাদের হতে হবে। এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন না। আপনাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করব না। কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না। ২০১৬ সালে এটাই আমাদের প্রত্যাশা। পরিবর্তনের দিকে বিএনপি যেতে চায়।’
মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানির সমালোচনা করে এই সিনিয়র নেতা বলেন, ‘একটি সত্য কথা বলি- আপনারা যদি বিএনপির কোনো নেতাকে কোনো কাজে খুঁজে পাচ্ছেন না বাসায় বা অফিসে, তাহলে একটা কাজ করবেন, সকাল ৯টার দিকে আপনারা কোর্টে চলে যাবেন। মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ অন্য নেতা-কর্মী, এমনকি মাঝে মাঝে খালেদা জিয়াকেও পেয়ে যাবেন।’
তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, আব্দুল মান্নান ও রিমান্ডে থাকা শফিক রেহমানকে মুক্তি দেন।’ অল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ হোসেন বকুলের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ বছরেই রাজনীতিতে পালাবদল দুদু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ