Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি সার্ভিস বন্ধ ছিল দূরপাল্লার বাস ছাড়েনি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে গতকাল বৃহস্পতিবার দিনে ঢাকা থেকে দুরপাল্লার কোনো বাস ছাড়েনি। একই সাথে সিটি সার্ভিসও বন্ধ ছিল। অবরোধে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছিল বন্ধ। এজন্য ঢাকা থেকে যেমন দুরপাল্লার কোনো বাস ছাড়েনি, তেমনি বাইরে থেকেও কোনো বাস ঢাকায় আসেনি। অন্যদিকে, গণপরিবহন না থাকার কারনে ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। এজন্য মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। এদিকে, সন্ধ্যার পর ঢাকার তিনটি বাস টার্মিনাল থেকে দুরপাল্লার বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। সন্ধ্যার পর ঢাকায়ও গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।
টানা পঞ্চম দিনের মতো গতকাল সকাল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজদানীর বিভিন্ন স্পটে রাস্তা অবরোধ করে। ঢাকার বাইরেও এ অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এতে বেলা ১২টার আগেই বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।
সুরভী পরিবহনেরর গাবতলী কাউন্টার ম্যানেজার মাসুদ আহমেদ জানান, সকাল ৬টা থেকে কোনো জেলার উদ্দেশ্যে তাদের কোনো গাড়ি ছাড়েনি। গাবতলীর এস আলম ও শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার জানান, সকাল থেকে তাদের কোনো গাড়ি ঢাকা থেকে ছেড়ে যায়নি। কখন ছাড়বে তাও তারা বলতে পারেননি।
অপরদিক ফাল্গুনী পরিবহনের সায়েদাবাদ কাউন্টার ম্যানেজার জানান, ভোর ৬টায় শরণখোলার উদ্দেশ্যে তাদের একটি বাস ছেড়ে গেছে। অবরোধ শেষ হলে আবার বিকালে চলবে। দোলা পরিবহনের সায়েদাবাদ কাউন্টার ম্যানেজারের বলেন, তাদের দক্ষিণাঞ্চলগামী লঞ্চ পারাপারের গাড়িগুলো বিকালের পর থেকে ছেড়ে যাচ্ছে।
অপরদিকে, ঢাকার অভ্যন্তরে সিটি সার্ভিস বাসগুলো দিনভর বন্ধ ছিল। তবে সন্ধ্যার পর কিছু কিছু বাস চলতে দেকা গেছে। বাস না চলায় রাজধানীবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। এই সুযোগে সিএনজি অটোরিকশা ও রিকশা দ্বিগুণ তিনগুণ ভাড়া যাত্রী পরিবহন করেছে। যদিও গণপরিবহন না পেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ