Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সহজ রাইডস পেমেন্ট এখন বিকাশে

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সহজ রাইড ব্যবহারকারীরা বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান সহজ।
বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদীর নিজ প্রতিষ্ঠানের পক্ষে গতকাল বিকাশের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, সহজের ডিরেক্টর মার্কেটিং কৌশিক ভট্টাচার্যসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সহজ রাইডে বিকাশ দিয়ে পেমেন্ট করতে ব্যবহাকারীদের তিনটি ধাপ অনুসরণ করতে হবে। আরোহী যখন সহজ রাইডের জন্য অনুরোধ পাঠাবেন তখন শুরুতেই পেমেন্ট অপশন হিসেবে বিকাশ নির্বাচন করতে হবে। রাইড শেষে সহজ অ্যাপ ইন্টারফেসে বিকাশ নম্বর দিতে হবে। শেষ ধাপে ভেরিফিকেশন কোড এবং পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
বিকাশের মাধ্যমে সহজ রাইডসের ভাড়া পরিশোধে চালক এবং আরোহী উভয়ের জন্যই রয়েছে আকর্ষণীয় অফার। বিকাশ-সহজের এই চুক্তি বাংলাদেশের রাইড শেয়ারিং সেবায় এক যুগান্তকারী পদক্ষেপ। নগদ টাকার পাশাপাশি এখন বিকাশ দিয়ে ভাড়া পরিশোধের সুবিধা যুক্ত হওয়ার ফলে সহজের রাইড শেয়ারিং সেবার গ্রাহকদের পেমেন্ট ঝামেলাবিহীন ও স্বাচ্ছন্দ্যময় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহজ রাইডস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ