পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ‘মানুষটি জীবিত না মৃত? তিনি নিজে সদবা না বিধবা? সন্তানরা কি এতিম? এম ইলিয়াস পতœী তাহসিনা রুশদী লুনার এ প্রশ্নের উত্তর আজো মিলেনি। সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
দিন যায়, মাসের পর বছর। গতকাল চারটি বছর পার হলো। রাষ্ট্রে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত ধর্ণা দিয়েছেন। আকুতি জানিয়েছেন বিনিময় সীমাবদ্ধ আশ্বাসেই। কার কাছে গেলে সমাধান মিলবে? নিখোঁজ ইলিয়াস প্রসঙ্গে জানার প্রশ্ন শেষ না হতেই পাল্টা প্রশ্ন ছুঁড়েন লুনা। কার কাছে গেলে সমাধান মিলবে? স্বামীর কথা কানে বাজে ক্ষণেই। বাবা কবে আসবে সন্তানদের এ প্রশ্নের মধ্যেই বসবাস লুনার।
গতকাল ইনকিলাব থেকে ফোন করা হলে তিনি বলেন, ক্ষণে ক্ষণে যন্ত্রণায় জ্বলি-পুড়ি তারপরও এই দিনটি এলো কষ্ট আরো বাড়ে। আপনাদের মতো অনেকেই তাঁর (ইলিয়াস) সম্পর্কে জানতে প্রশ্ন করে। কিন্তু আমার কাছে তো উত্তর নেই। সৃষ্টিকর্তার কাছে তাকে ফেরত চাচ্ছি। আমার বিশ্বাস একদিন তাঁকে (ইলিয়াস) একদিন ফিরে পাবোই। স্বামীর জন্য দেশবাসীর দোয়া চান লুনা।
চার বছর আগে ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহৃত হন বিএনপির তৎকালীন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। পরে রাস্তায় পড়ে থাকা তার গাড়ি উদ্ধার করে পুলিশ। অপহরণের পর থেকেই পরিবার ও বিএনপির পক্ষ থেকে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবি জানানো হচ্ছে। কিন্তু এতোদিনেও তার কোনো সন্ধান দিতে পারেনি সরকার। এদিকে দিবসটিকে ঘিরে কর্মসূচি পালিত হয় ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথসহ রাজধানী ঢাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।