পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া অমানবিক। তাঁর মতো মানুষকে রিমান্ডে নেওয়া কাম্য নয়।
গতকাল দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে শফিক রেহমানের বাসায় তাঁর স্ত্রী তালেয়া রেহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে শফিক রেহমানের রিমান্ড বাতিল করে তার মুক্তির দাবি জানান।
তালেয়া রেহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যারাই সরকারের বিরোধী মত পোষণ করে, সরকার কোনো না কোনোভাবে তাদের গ্রেফতার করছে। শফিক রেহমানকে গ্রেফতার তারই অংশ।
এ সময় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আহাদ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার সকালে শফিক রেহমানকে তাঁর বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গত বছরের ৩ আগস্ট পল্টন থানার একটি অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।
ওইদিন দুপুরে শফিক রেহমানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পল্টন থানার পুলিশ। বিচারক মাজহারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে শফিক হেমানের গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে সভা-সমাবেশ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণি-পেশাজীবীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।