পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি দেশের উন্নয়নের স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো’র অনুরোধ জানিয়েছেন। প্রবাসী মন্ত্রী বলেন, অচিরেই সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসীদের সুবিধার্থে কনস্যুলেট সেবা চালু করা হবে। গত ২৪ জুলাই সুইজারল্যান্ডের জুরিখের একটি কমিউনিটি হলে সুইজারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে বলেন, দেশের আর্থ-সমাজিক উন্নয়নে প্রবাসীরা যে অবদান রাখছে তা বাংলাদেশের জনগণ হৃদয় দিয়ে মনে রাখবে। তিনি আরও বলেন, দেশের মায়া ত্যাগ করে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করছেন। তাই দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামীল হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রহিম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। এসময় সুজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সুজারল্যান্ডের বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন। তারা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদান, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান এবং জুরিখে কনস্যুলেট সেবা প্রদানের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মীনী ও সনোয়ারা গ্রæপের চেয়ারম্যান সারোয়ারা বেগম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কল্যাণ ও মিশণ) নাসরীন জাহান, মন্ত্রীর একান্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং মন্ত্রণালয়ের উপসচিব সামছুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ হোসেইন সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।