পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ায় আদালত অঙ্গনের হামলার ঘটনাটি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বিষয়টি আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি তাদের এই আশ্বাস দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা বিষয়টি দেখব।
পত্রিকায় প্রকাশিত বিষয়টি আদালতের নজরে এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে দেখব বলে প্রধান বিচারপতি আশ্বস্ত করেন তাদের। এ ঘটনায় প্রকাশিত জাতীয় পত্রিকার প্রতিবেদন তারা আদালতে উপস্থাপন করেন। পরে এ বিষয়ে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতি। ঘটনা ঘটার পর আমরা গত সোমবার পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। আমরা অপেক্ষা করেছি, দেখি দেশের সর্বোচ্চ আদালত কি ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আজ পর্যন্ত ওই ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পক্ষ থেকে সর্বোচ্চ আদালত আপিল বিভাগে হাজির হয়েছি পত্রিকা নিয়ে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।
প্রধান বিচারপতিকে আমরা বেশ কিছু জাতীয় পত্রিকা দেখিয়েছি। অনেকগুলো পত্রিকা ওনার হাতে দিয়েছি। ওই ঘটনার কথা বলেছি। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ আমাদের বক্তব্য শুনেছেন। শুনে তারা বলেছেন বিষয়টি গুরুত্বসহকারে তারা দেখবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।