Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বর্ণপদক পাচ্ছে ১৬৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষদভিত্তিক সর্ব্বোচ ফল করায় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ১৬৩জন মেধাবী শিক্ষার্থী। পদক হিসেবে তাদের হাতে তুলে দেয়া হবে আর্থিক সম্মাননা, ক্রেস্ট। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের শাপলা হলে মেধাবীদের হাতে পুরষ্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে প্রতি বছর এ পুরষ্কার দেয়া হয়। ২০১৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর, সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসাবে এ স্বর্ণপদক পাচ্ছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ইউজিসির সাবেক চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ইউজিসি সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভিসি, শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও ইউজিসি’র উর্ধ্বতন কর্মকর্তা এবং স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভাল ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণপদক শিক্ষার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ