Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আতঙ্কে সিলেট বিএনপি নেতাকর্মীরা

ফয়সাল আমীন | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সিলেট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক ২টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেওয়া ও আ.লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুনের ঘটনায় শাহপরান থানায় এ মামলা দুটি দায়ের করা হয়। মামলায় প্রায় ২শত নেতাকর্মীকে আসামী করা হয়েছিল। এরপর গণগ্রেফতার আতঙ্কে পড়েন দলের নেতাকর্মীরা। ভয়-ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘর-বাড়ি ছাড়া হয়ে পড়েন নেতাকর্মীরা। এরকম অবস্থায় গতকাল হাইকোর্ট থেকে জামিন পেয়ে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে দলের নেতাকর্মীদের মধ্যে। আপাতত মামলার এ ধাক্কা সামাল দিয়ে উঠেছেন তারা, কিন্তু কাটছে না অজানা আতংক।
সিলেটে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার হয়রানি না করার নির্দেশনা হাইকোর্টের:
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নেতৃবৃন্দ হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেইনের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন পৃথক ২টি মামলার এজহার নামীয় ৭০জন আসামী।
আদালতে বিএনপি নেতৃবৃন্দের পক্ষে শুনানীতে অংশগ্রহন করেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিষ্টার জয়নুল আবেদীন ও ব্যারিষ্টার আব্দুল হালিম কাফি। শুনানীয় শেষ আগামী ৮ আগস্ট পর্যন্ত জামিনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
জামিন প্রাপ্তরা হলেন, খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ সভাপতি সালেহ আহমদ খসরو, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত শনিবার দুই কর্মীকে ছাড়িয়ে নিতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ ঘটনাকে পুলিশী কাজে বাঁধা দান উল্লেখ করে শাহপরান থানায় মামলা দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশে এএসআই ফয়েজ আহমদ শামীম। মামলা নং ১৬, আসামীদের মধ্যে ৩৯ জন নামোল্লেখ, বাকী ৫০/৬০ জন অজ্ঞাত। এছাড়া গত রবিবার রাতে টুলটিকর ইউনিয়নে কামরানের নির্বাচনী কার্যালয়ে আগুনে ঘটনায় স্থানীয় ওয়ার্ড আ‘লীগ নেতা ফরিদ আহমদ বাদী হয়ে শাহপরান থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮, আসামীদের মধ্যে ৩৪ জনের নামোউল্লেখ করল্ওে অজ্ঞাত আসামীর তালিকায় ছিলেন ৩০/৩৫ জন। আসামীদের মধ্যে মধ্যে সকলই বিএনপি-ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতা। তারা ভোট রাজনীতিতে বিএনপির হাতিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কপোরেশন নির্বাচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ