Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে এতো ভয়?

আলোচনা সভায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে এতো ভয় কিসের? কিসে এতো ভীতু? এতোই যদি উন্নয়ন করে থাকেন, আইনের শাসন প্রতিষ্ঠা করে থাকেন তাহলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। জনপ্রিয়তা দেখা যাবে? গতকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ বা দলকে ক্ষমতায় বসাতে নয়। বরং বিএনপি আন্দোলন করছে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে। জনগণের ভোটে নির্বাচিত জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফখরুল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ শেখ হাসিনা কোন কিছু দিয়ে দেবে না, শক্তিমত্তা দিয়ে নিয়ে নিতে হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা প্রায়ই বক্তব্যে বলি ঘরে বসে আর বক্তব্য দিতে চাই না, তারপরও দিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই ঘরটাও আমাদের দিতে চাচ্ছে না। গণতন্ত্রের জন্য গণতন্ত্রকামীদের কোথাও দাঁড়াবার জায়গা দেওয়া হচ্ছে না। অথচ উনারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) গণসংবর্ধনা নিবেন, সম্মেলন করবেন, তাদের শরিকরা সম্মেলন সভা করবেন। কিন্তু বিএনপিকে অনুমতি দেওয়া হবে না, তা চলতে পারে না।
এই সরকার গণতন্ত্রকে হত্যা করার জন্য যত অস্ত্র আছে তার সবই প্রয়োগ করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রযুক্তির যুগটা আমরা এত ভালো করে বুঝি যে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপনও তৈরি করা দেওয়া যাবে। অডিও রেকর্ড আওয়ামী লীগই তৈরি করতে পারে। রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি কথোপকথনের অডিওর ভিত্তিতে বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কথা, এই অডিও আওয়ামী লীগেরই তৈরি বলে দাবি করেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে ভোট চেয়ে ব্যর্থ হয়ে বেøইম গেমে নেমে পড়েছে। এর জবাবে মির্জা ফখরুল বলেন, ভয় পেয়ে আওয়ামী লীগই বেøইম গেম শুরু করেছে। যুবলীগ পেট্রোলবোমা হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছে। বেøইম গেম’ খেলায় আওয়ামী লীগ অভ্যস্ত।
কোটা আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী বলা হচ্ছে উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, বর্তমান সরকার গণবিরোধী এতে কোনো সন্দেহ নেই। এরা অনির্বাচিত, গায়ের জোরে ক্ষমতা দখল করে রয়েছে। তাদেরকে স্পষ্ট করে বলছি, স্বাধীনতার ৪৭ বছর পর এসে টুটকা ওষুধ বিক্রয় করবেন, টুটকা দিয়ে কাজ হবে না। জনগণ খাবে না।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় না। তাই আমাদের দাবি জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে। যে সরকারের নির্বাচনের ফলাফলের ওপর কোনো স্বার্থ থাকবে না, প্রভাব থাকবে না। এ জন্য তিনি জনগণকে এক হয়ে জাতীয় ঐক্য করার আহ্বান জানান।
খালেদা জিয়াকে আটকে রাখার ব্যাপারে উচ্চ আদালতও সরকারকে সহায়তা করছে অভিযোগ করে দলটির সিনিয়র এই নেতা বলেন, তাকে আটক রাখার জন্য উচ্চ আদালতও সহযোগিতা করছে। তা নাহলে এমন নজির নেই যে আপিল বিভাগের জামিন উচ্চ আদালতে আটকে দেয়। আমরা বিচার ব্যবস্থার ওপর কিভাবে আস্থা রাখবো?
দেশের সবাই সম্প‚র্ণ ফ্যাসিস্ট সরকারের অধীনে বাস করছে মন্তব্য করে ফখরুল বলেন, ফ্যাসিস্ট কথাটায় জোর দিচ্ছি কারণ মাহমুদুর রহমান তার পত্রিকায় সর্বপ্রথম লিখেছিলেন- ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়। আর আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বুকে পাড়া দিয়ে বসে গেছে। তিনি বলেন, মাহমুদুর রহমানকে আমি অনেক পছন্দ করি। তার মতের সঙ্গে আমার অনেক মিল আছে। সেই মাহমুদুর রহমানের কি হাল করেছে দেখেছেন আপনারা। কুষ্টিয়ায় বাংলাদেশের এখন আর কোনও জনপদ নেই। কুষ্টিয়া এখন সম্প‚র্ণভাবে কিছু সন্ত্রাসীদের দখলে। প্রশাসনও সেখানে সন্ত্রাসী হয়ে গেছে, পুলিশ সেখানে সন্ত্রাসী হয়ে গেছে। ওখানকার যে রাজনৈতিক নেতা উনি সবচেয়ে বড় সন্ত্রাসী। অথচ এই কুষ্টিয়াতে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে বেড়াতো। এখন মন্ত্রী আছেন তাদের ছেলেপেলেরা এই কুষ্টিয়ায় প্রকাশ্যে ঈদের জামায়াতে গুলি করে মানুষ হত্যা করেছে। ভুলে গেলে চলবে না- ওই কারণেই মনে করাই, যে অতীতকে একটু মনে করুন। অতীতকে মনে না করলে নিজেকে চিনবেন না।’
সভায় বিএনপির নড়াইলের নেতা কামাল আহমেদ খালেদা জিয়াকে মুক্ত করতে ঈদের পর স্বেচ্ছা কারাবরণ করার জন্য সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এখনকার পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী। তারা পুলিশের ইউনিফর্ম পরে আছেন। নিজেরা ছোট হলেও অবস্থান শক্ত জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনাকে সরাতে নতুন চিন্তা করতে হবে। বাংলাদেশে পানির চেয়ে রক্তের দাম কম। ভবিষ্যতে আন্দোলন করতে গেলে রক্ত ঝরবে এবং তা মাথায় নিয়েই নামতে হবে।
সংগঠনের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ