Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাথে দেখা করেছেন আইনজীবী ও পরিবারের সদস্যরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে দেখা করেছেন তার দুই আইনজীবী ও তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেলে খালেদা জিয়ার আইনজীবী ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. এ জে মোহাম্মদ আলী এবং আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ছানাউল্লাহ মিয়া তার সাথে সাক্ষাত করেন। নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে এক ঘণ্টারও কিছু কম সময় অবস্থান করে এই দুই আইনজীবী বেরিয়ে আসেন। খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ছানাউল্লাহ মিয়া বলেন, ম্যাডাম অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এতোটাই অসুস্থ যে, তিনি দোতলা থেকে নিচে নেমে আসতে পারেননি। পরে আমরা দোতলায় গিয়ে তার সাথে দেখা করেছি। এতো বয়স্ক এজন মহিলা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন। কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার বেশ কয়েকটি মামলা চলছে সেবিষয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ১৪ জুলাই খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যরা দেখা করতে গেলে কারাগারের ভেতর থেকে ফিরে আসেন। ওইদিন খালেদা জিয়া অসুস্থতার কারণে দোতলা থেকে নিচে নেমে আসতে পারেননি বলে অভিযোগ করেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম। তারা অভিযোগ করে এর আগে তারা বিএনপি চেয়ারপারসনের সাথে দোতলায় গিয়ে দেখা করেছেন। কিন্তু ওইদিন কোন এক অজানা কারণে তাদেরকে নিচ তলা থেকে ফিরিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে বিএনপি কারাকর্তৃপক্ষসহ সরকারের সমালোচনায় মুখর হয়। এরপরই গতকাল খালেদা জিয়ার সাথে দেখা করতে কারাগারে প্রথমে যান তার দুই আইনজীবী। তারা দোতলায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। তারা বের হয়ে আসার পরপরই কারাগারে প্রবেশ করেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। তারাও দোতলায় গিয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাত করেন। ######



 

Show all comments
  • Ashraful Kamal ২২ জুলাই, ২০১৮, ৯:১১ এএম says : 0
    অভাগা দ‌েশের, অভাগা নাগর‌িক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ