পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে পালিত হলো ‘রুচি বৈশাখী উৎসব-১৪২৩’। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।
দুই পর্বের এই অনুষ্ঠানটির প্রথম পর্বে সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। দেশের মঙ্গল কামনায় হাজারো মানুষের এই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আর দ্বিতীয় পর্বে ছিল জমজমাট কনসার্ট। কনসার্র্ট শুরু হয় সকাল ৯টা ২৫ মিনিটে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে। ‘রুচি’ আয়োজিত পহেলা বৈশাখের এই আনন্দ আয়োজনে পারফর্ম করেন তরুণদের প্রিয় গানের দল জলের গান, জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর, এ প্রজন্মের সংগীত শিল্পী কনা ও রিংকু। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তার দল। অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচার করা হয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি-তে। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, গোলাম ফারুক প্রিন্স, স্থানীয় সংসদ সদস্য, পাবনা-৫ আসন, রেখা রানি বালো, জেলা প্রসাশক, পাবনা, সাইদুল হক চুন্নু, প্রসাশক, জেলা পরিষদ, পাবনা, আলমগীর কবীর, পুলিশ সুপার, পাবনা, কামরুল হাসান মিন্টু, মেয়র, পাবনা পৌরসভা, পাবনা, আলহাজ মোশারফ হোসেন প্রমুখ। এছাড়াও পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন আমব্রিন, আলিফ ও সোনিয়া। আয়োজনটির কো-স্পন্সর হিসেবে ছিলো ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। স্থানীয় স¤প্রচার সহযোগী ভিশন টেকনোলজিস লিমিটেড এবং আয়োজনের সার্বিক তত্ত¡াবধানে মিডিয়াকম লিমিটেড।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।