পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, জঙ্গি সন্ত্রাসে বিশ্বাস করে তাদের কোনো দর্শন নেই। কিন্তু আমরা দর্শন এর উপর দাঁড়িয়েছি। অতীতে যে সরকারগুলো বিএনপি এবং বেগম খালেদা জিয়া চালিয়েছে দেখবেন, তারা বাংলাদেশের অর্থনীতি তথাকথিত বাজারের অর্থনীতির কাছে ইজারা দিয়েছে।
রাজধানীর পল্টন টাওয়ারে মঙ্গলবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর ডিরেক্টরি প্রকাশনা ওয়েবসাইট উদ্বোধন ও লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বাজার অর্থনীতির কাছে ইজারা এক জিনিস আর বাজার শক্তিকে কাজে লাগানো আরেক জিনিস।’৭৫ এর পর থেকে অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা সংকুচিত করে আনা হয়। ফলে দারিদ্র্যের উল্লেখযোগ্য হ্রাস ঘটেনি। কিন্তু গত দশ বছরে এ সরকারের সাফল্য অনেক। এখন প্রবৃদ্ধি বাড়ছে, দারিদ্র্যও কমছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের সর্বোচ্চ ভরসাস্থল হিসেবে আবির্ভূত হয়েছিলেন আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভরসা বিশ্বাসের জায়গা তৈরি করেছেন, বলেন হাসানুল হক ইনু।
ব্যাংকখাত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী তিন হাজার ব্যাংকের নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য প্রবৃদ্ধি বাড়ছে। এসব ব্যাংক কিভাবে বিনিয়োগ করেছে তা দেখতে হবে। ক্ষুদ্র ঋণে কত টাকা বিনিয়োগ হয়েছে তা দেখতে হবে। বাজার শক্তিকে কাজে লাগাতে হবে। এর আগে ১৬ জন লেখককে সম্মাননা দেওয়া হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু লেখক সম্মাননা-২০১৮ এর আওতায় ১৬ জন লেখকের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। ইআরএফ প্রেসিডেন্ট সাইফ ইসলাম দিলাল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজসহ ফোরামের সদস্যবৃন্দ সভায় বক্তৃতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।