Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমানিশার অন্ধকারে শেখ হাসিনাই আলোর দীপশিখা -ড. হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ৮:২৭ পিএম

অমানিশার অন্ধকারে শেখ হাসিনাই আলোর দীপশিখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস' উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সেদিন জননেত্রী শেখ হাসিনাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে জেলে নিয়ে গিয়েছিলেন তারাই এখন আবারও মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। তারা কারা? সেটা জাতি ভালোভাবেই জানে। এবং বিএনপি-জামাত একত্রিত হয়ে আবারও দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ১/১১ এর কুশীলবরা বিএনপি জামাতের সাথে একত্রিত হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেশকে আবারো অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই জাতিকে যাতে আবারও অমানিশার অন্ধকারে নিমজ্জিত করতে না পারে সেই জন্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সমস্ত ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে পেলে ১/১১কুশিলবদের ব্যাপারে সতর্ক থেকে প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড, শামসুল হক টুকু এমপি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, লায়ন চিত্তরঞ্জন দাশ, অরুণ সরকার রানাসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. হাছান মাহমুদ

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ