বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
বাছাইপর্বের ফাইনালে উঠেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে সালমা খাতুনের দল।
নেদারল্যান্ডসের উট্রেক্টে অনুষ্ঠিত বাছাইপর্বে গতপরশুর ফাইনালে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান করেন আয়েশা রহমান। তার ৪২ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কার মার। ফারজানা হক ১৭, শামিমা সুলতানা ১৬, জাহানারা আলম করেন ১২ রান। আয়ারল্যান্ডের লুচি ও’রিলে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
জবাবে বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে ৮ বল বাকি থাকতে ৯৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২৬ রান করেন গ্যাবি লুইস। বাংলাদেশের পান্না ঘোষ ৪ ওভারে ১৬ রানে নেন ৫ উইকেট। রুমানা আহমেদ ১৪ রানে ২টি, নাহিদা ১৫ রানে ২ উইকেট নেন। বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডও আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।