Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুযোগ নষ্ট করতে চান না জিরুদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৫:৪১ পিএম

ফ্রান্সের অধিনায়ক অলিভার জিরুদ মনে করেন, আন্তর্জাতিক পরিমন্ডলে আরেকটি সুযোগ নষ্ট করতে চায় না ফ্রান্স।

তিনি বলেন, ‘ইউরোতে আমরা যখন জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে জয়লাভ করি তখন অতিমাত্রায় আনন্দিত হয়ে পড়েছিলাম। আর বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে জয় লাভের প্রেক্ষাপটটি আলাদা। আমরা একই রকম অনুভুতিতে নেই। কারণ জানি, এখনো একটি ম্যাচ বাকী আছে, যেখানে জয় পেতে হবে। যে কারণে আমাদের কাজ শেষ করার জন্য সেখানে সত্যিকারের মনোনিবেশ করতে হবে। আমরা এখন সেভাবেই মনোযোগী। যে কারণে এটি আলাদা। এখানে পৌছানোর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই সুযোগটি কোনভাবেই হাতছাড়া করা যাবেনা।’

২০১৬ ইউরো টুর্নামেন্টে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করা ফরাসি দলটির চেয়ে এবারের দলের মানসিক দৃঢ়তা অনেক বেশি। রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সি জিরুদ। গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ওসমানে ডেম্বেলের পরিবর্তিত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ