Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ব্যর্থ : যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনাকে সবচেয়ে বড় মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র বলেছে, সরকার বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে গত বৃহস্পতিবার এই মন্তব্য এসেছে।
গত বুধবার ওয়াশিংটনে এই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পূরণে, নাগরিক সমাজের পাশে দাঁড়াতে এবং সরকারগুলোকে এ বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে তার দেশের এই প্রতিবেদন।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও গুমের পাশাপাশি উগ্রপন্থিদের হাতে ব্লগার হত্যা, সংবাদপত্র ও অনলাইনে মতপ্রকাশের ক্ষেত্রে কড়াকড়িকে বাংলাদেশের অন্যতম মানবাধিকার সমস্যা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, কারখানার বাজে কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকারের লঙ্ঘনের কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ও আইন লঙ্ঘনের ঘটনার তদন্ত বা দোষীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ সরকার খুব কমই নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে কত মানুষের মৃত্যু হয়, তার কোনো পরিসংখ্যান সরকার প্রকাশ করে না। অধিকাংশ ক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় না, যদিও সরকার বিচারবহির্ভূত হত্যার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহজনক মৃত্যুর ঘটনা, গ্রেপ্তারের পর গোপন আস্তানার সন্ধান ও অস্ত্র উদ্ধারের দাবি, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের কথা এসেছে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে। অপহরণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের অভিযোগও সেখানে এসেছে। যুক্তরাষ্ট্র বলছে, রাজনৈতিক সংঘাত ও দুর্নীতি এখনো বাংলাদেশের বড় সমস্যা। কিছু এনজিওকে এ দেশে প্রতিনিয়ত আইনি বাধা ও অনানুষ্ঠানিক কড়াকড়ির মুখোমুখি হতে হচ্ছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠায় দুর্বলতা ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সামনে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করে দিচ্ছে, তারা দায়মুক্তিও পাচ্ছে। ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রতিবছর বিশ্বের দেশগুলোর মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। কংগ্রেসে প্রণীত আইনের ফলে মার্কিন সরকারের এই প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য ও নিরাপত্তা সহযোগিতা নির্ধারিত হয়ে থাকে। সারা বিশ্বের মানবাধিকারকর্মী, সরকারি মহল, শিক্ষা ও গবেষণায় এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ব্যর্থ : যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ