Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার দেশকে শূন্য গহব্বরে ঠেলে দিয়েছে

মির্জা খফরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেনীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে বিরোধী দল নিশ্চিহৃ করার অভিযানে এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি করে দেশকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর শুন্য গহব্বরে। মনে হয় অলিখিত সরকারি ফরমান জারি করে যেন বিরোধী দলের নেতাকর্মীদের স্বাভাবিক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের কোথাও কোন নিরাপত্তা নেই। যেকোন স্থানে, যেকোন অবস্থায় দিনরাত্রি তাদের ওপর নেমে আসে মামলা আর গ্রেফতারের খড়গ। অব্যাহত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মৃত্যু পরোয়ানা যেন তাদের সামনে ঝুলিয়ে রেখেছে স্বৈরাচারী সরকার।
যুবশক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানামূখী অপচেষ্টা চালাচ্ছে যাতে রাষ্ট্রীয় অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে যুবসমাজ রুখে দাঁড়াতে না পারে। সেই উদ্দেশ্যেই তরুণ যুবনেতা মামুন হাসানকে গ্রেফতার করা হয়েছে। আকস্মিক পতনের ভয়ে সরকার ছাত্র-যুবকদেরকে টার্গেট করেছে, তাই বেছে বেছে ছাত্র-যুবকদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে, গ্রেফতার করে, রিমান্ডে পৈশাচিক উৎপীড়ণ চালিয়ে জনসমাজে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। বর্তমান সরকার গণতন্ত্র ও সভ্যতার প্রতিপক্ষ, এরা পৃথিবীর নিষ্ঠুর স্বৈরশাসকদেরই পথে হাঁটছে। সরকার যদি জুলুমের পথ থেকে সরে না দাঁড়ায় তাহলে জনগণের ক্রোধ থেকে তারা কখনোই রেহাই পাবে না। আমি অবিলম্বে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।



 

Show all comments
  • Md Shakilur Rahman ১৪ জুলাই, ২০১৮, ৬:২৮ এএম says : 1
    দেশকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর শুন্য গহব্বরে ? What does it mean? Please explain clearly. Is there no economic growth ? No development? May be no democracy for opposition. But democracy for other people. Still we can criticism about the Govt. at tea stall. Economic growth is important other than democracy.
    Total Reply(0) Reply
  • K M Hasan Imam ১৪ জুলাই, ২০১৮, ২:২২ পিএম says : 0
    Boro boro kotha bad deye field namen......emni sob sesh...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা খফরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ