Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার ট্রিপল হত্যা মামলা রায় ঘোষণায় বিব্রত হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

খুলনার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ ট্রিপল হত্যা মামলায় রায় ঘোষণায় বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রায় ঘোষণার নির্ধারিত দিনে বিব্রত প্রকাশ করেন। আদালত ওই হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামির করা আপিল সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেন এবং পরবর্তী পদক্ষেপ নিতে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সারোয়ার আহমেদ। ২০০৩ সালের ২৫ আগস্ট খুলনায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, অ্যাডভোকেট বিজন বিহারী মন্ডল ও তাদের রিকসাচালক সহিদ। এ ঘটনায় ওইদিনই মামলা হয়। এ মামলায় পরের বছর ১১ মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১১ সালের ১৭ এপ্রিল এক রায়ে শুধু শুকুর গাজীকে মৃত্যুদন্ড দেন। অন্য দুই আসামিকে খালাস দেয়া হয়। মৃত্যুদন্ড অনুমোদনের জন্য খুলনার আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন শুকুর গাজী। এই ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি সম্পন্ন হয় গত ৪ জুলাই। এরপর আদালত রায়ের দিন নির্ধারণ করেন ১২ জুলাই। ######



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রিপল হত্যা মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ