পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুহেলকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও বিষয়টি প্রথমে অস্বীকার করেছিল পুলিশ। তবে সন্ধ্যার দিকে তাকে আটকের বিষয়টি পুলিশ স্বীকার করেছে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেত্রী লাকী আক্তার। এর আগে গতকাল ভোর ৪টার দিকে শান্তিনগরের চামেলীবাগের বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে লাকী আক্তার অভিযোগ করেছিলেন।
লাকি আক্তার বলেন, ‘সুহেল গত বুধবার রাতে খেলা দেখতে আমার চামেলীবাগের বাসায় এসেছিল। খেলা দেখা শেষে আমার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোর ৪টার কারা যেন দরজায় ধাক্কা ধাক্কি করতেছিল। ভেতর থেকে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশের লোক হিসেবে পরিচয় দেয়। পরে দরজা না খুলে তাদেরকে সকাল বেলা আসতে বলা হয়। তারা কোন কথা না শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকবে বলে বলে হুমকি দেয়। তখন তাদেরকে বাড়ির মালিককে ডেকে নিয়ে আসতে বলি। ভোর ৪টার দিকে মালিককে নিয়ে সঙ্গে নিয়ে আসলে আমি দরজা খুলে দেই। তখন তারা ১০ জনের মতো সাদা পোশাকধারী লোক ঘরের ভেতরে ঢুকে পুরো বাসায় তল্লাশী চালায়। কোন কিছু না পেয়ে যাওয়ার সময় সুহেলকে হাতকড়া পড়িয়ে আটক করে নিয়ে যায় তারা। সোহেলকে আটক ও নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা কোটা সংস্কার আন্দোলন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা জানায়।’
গতকাল রাত ৮টার দিকে লাকী আক্তার জানান, ‘সুহেলের খোঁজে তার পরিবার ও স্বজনরা গতকাল সারাদিন ডিবি অফিসের সামনে অবস্থান করেছে। তারা বারবার গিয়েও সন্ধ্যার আগ পর্যন্ত সুহেলের বিষয়ে কোন কিছু জানতে পারেনি। তবে সন্ধ্যার পরে পুলিশ আটকের বিষয়টি স্বীকার করেছে বলে লাকী আক্তার জানিয়েছেন।’
একটি দৈনিকের বরাত দিয়ে লাকী আক্তার বলেন, ‘পুলিশ সুহেলকে একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফাতর দেখিয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।’
এবিষয়ে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানকে বারবার কল করা হলেও তিনি ব্যস্ত থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
সুহেলের পুরো নাম এ পি এম সুহেল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে গত ২৩ মে বিকেলে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে থাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে তার ওপরে হামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।