Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন কন্টেইনার মবিল চুরি

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মবিল চুরির অপরাধে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুই কর্মচারীসহ তিনজনকে এক বছর করে কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, বিমানের মেইনটেন্যান্স শাখার দুই কর্মী মুশফিকুর রহমান, মো. সাজিদুর ও জেট এয়ারওয়েজের গাড়িচালক আবু সালেক। আদালত তাদের চাকরিচ্যুত করার সুপারিশ দুই বিমান সংস্থার কাছে পাঠাবে। বিমানবন্দরে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শরীফ মো. ফরহাদ হোসেন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস অ্যান্ড ইকুইপমেন্ট শাখার সামনে থেকে ওই তিনজনকে তিন কনটেইনার মবিলসহ হাতেনাতে ধরে ফেলেন বিমানের নিরাপত্তার কর্মীরা। প্রতিটি কনটেইনারে প্রায় আট লিটার করে মবিল ছিল। আটকের পর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। অপরাধ স্বীকার করায় তিনজনকে এক বছর করে কারাদ-াদেশ দেয়া হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় পণ্য পরিবহনের কাজে যেসব যানবাহন চলাচল করে সেগুলোর জ্বালানি ও যন্ত্রাংশ চুরি করে একটি চক্র। যা বিমানবন্দরের বাইরে পাচার করা হতো। পাচার কাজে সহযোগিতা করেছিলেন জেট এয়ারওয়েজের চালক আবু সালেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন কন্টেইনার মবিল চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ