Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লীতে গাড়ি চালানোয় ফের বিধি-নিষেধ

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লীতে গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত এ রাজধানীর বাতাসের মান উন্নয়নের আশায় এ বছর দ্বিতীয়বারের মতো শুক্রবার এ ধরনের বিধি-নিষেধ আরোপ করা হলো। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় প্রায় ১০ লাখ গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এ নগরীর বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় গত জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহের জন্য দিল্লী সরকার প্রথম এ বিধিনিষেধ জারি করে। কর্তৃপক্ষ জানায়, জনগণের দাবির প্রেক্ষিতে আরো ১৫ দিনের জন্য এটা আবারো জারি করা হলো।
কর্মসূচির কথা উল্লেখ করে শুক্রবার নগরীর পরিবহন মন্ত্রী গোপাল রায় বলেন, ‘দিল্লীর জনগণের চাওয়ার কারণে জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে গাড়ি চালানোর ব্যবস্থা আবারো চালু করতে হলো।’ তিনি বলেন, ‘আমার পূর্ণ আস্থা রয়েছে যে, দিল্লীর জনগণ আজ থেকে এ আইন মেনে চলবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে চালানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপ অনুযায়ী বিশ্বের এক হাজার ৬শ’র বেশী নগরীর মধ্যে দিল্লীর বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। আর এর জন্য আংশিকভাবে অধিক গাড়ি চলাচলকে দায়ী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লীতে গাড়ি চালানোয় ফের বিধি-নিষেধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ