পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় ৬টি মার্কেটে রাজউক গতকাল অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখার আহমেদ চৌধুরীর অভিযানে নেতৃত্বে দেন। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে একটি বুলড্রেজার এবং ২০ জন শ্রমিক ও চার প্লাটুন পুলিশ অংশ নেন। সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয় বলে রাজউকের কর্মকর্তারা জানান ।
উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে কুশল সেন্টার, আমির কমপ্লেক্স, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, কসমো সেন্টার, হোসেন টাওয়ার এবং এস আর টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুশল সেন্টারের ২ টি দোকান ভেঙ্গে ফেলা হয় এবং পার্কিং এর জায়গা খালি করা হয়, আমির কমপ্লেক্সের ২টি দোকান, কলাম ও সিড়ি ভেঙ্গে ফেলা হয়, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের ২টি দোকান, র্যাম্প, সিড়ি ভাঙ্গে ফেলা হয় ও পার্কিং এর জায়গা খালি করা হয়, কসমো সেন্টারের ফুটপাতের দোকান ভেঙ্গে দেওয়া হয়, হোসেন টাওয়ারের পার্কিং এর জায়গা খালি করা হয় এবং এস আর টাওয়ারের বেজমেন্টের পার্কিং এর জায়গায় দোকানের দেয়াল ভেঙ্গে ফেলা হয়। অভিযানের নেতৃত্বদানকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী জানান, পূর্বেই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পার্কিং এর জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পার্কিং এর জায়গা খালি না হওয়ায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মূলত অবৈধভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টির কারণেই এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, আজ সোমবার সকাল থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে যতদিন পর্যন্ত সব পার্কিং এর জায়গা খালি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ চৌধুরী আরো জানান, রাজউকের চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরা এলাকায় রোববার অবৈধ স্থাপনা উচেছদ অভিযান চালানো হয়। এসময় রাজলক্ষ্মী মার্কেট, আমির কমপ্লেক্স, রাজউক কর্মাশিয়াল মার্কেট, হোসেন টাওয়ার, পাটর্স মার্কেট ও এস,আর টাওয়ারের নিচতলার বেইজমেন্ট ভেঙ্গে গুড়িয়ে দেয়।
উত্তরা পশ্চিম থানার এসআই আলমগীর গাজী জানান, রাজউক কর্তৃপক্ষ একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উচেছদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রাজউক উত্তরা এলাকার ৭ থেকে ৮টি মার্কেটের নিচতলা (বেইজমেন্ট) ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
উত্তরা হাউজবিল্ডিং এস. আর টাওয়ার মার্কেটের ম্যানেজার জামান মিয়া জানান, রাজউক কর্তৃপক্ষ তাদেরকে বিনা নোটিশে মার্কেটের নিচতলা ভেঙ্গে দিয়েছে। নিচতলায় একটি মসজিদ সহ বিভিন্ন ধরনের দোকানপাট ছিল।
উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের অর্থারাইজড অফিসার মো: মিজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।