বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
ফাইনালের টিকিট পেতে আজ লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। এই সেমিকে সামনে রেখে সর্তক অবস্থানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বেলজিয়ামকে শক্ত প্রতিপক্ষ ভেবেই জয়ের ছক কষছেন তিনি, ‘বেলজিয়াম কতটা শক্তিশালী দল, তারা তা প্রমাণ করেছে। আমাদের লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বেলজিয়াম। তবে আমরা সর্তক। এ বিষয়টিই ভালোভাবে দলের খেলোয়াড়দের বুঝাতে চেষ্টা করছি।’ এবার বেলজিয়ামের এতদুর পথচলার পেছনে অন্যতম অবদান নেপথ্যে থাকা সহকারী কোচ থিয়েরি অঁরির। সাবেক ফ্রেঞ্চম্যানের ট্যাকটিক্সের ওপর ভিত্তি করেই সাফল্যের ইতিহাসে চোখ কোচ রবার্তো মার্টিনেজের, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই এই পর্যন্ত এসেছি। ছেলেরা তাদের সর্বোচ্চটি দিয়েছে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং সামনে কি করতে হবে তা-ও জানে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।