Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতুড়িপেটায় আহত তরিকুল ঢাকায় হাসপাতালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় আহত তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টা ৩৫ মিনিটে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভর্তি শাখার কর্মকর্তা হৃদয় মিত্র সাংবাদিকদের তরিকুলের ভর্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫টা ৩৫ মিনিটে তরিকুল ইসলাম নামে একজন রোগী ভর্তি হয়েছেন। তিনি রাজশাহী থেকে এসেছেন। তার পায়ে ব্যান্ডেজ রয়েছে। গত ২ জুলাই সোমবার পিটুনির শিকার তরিকুলকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বৃহস্পতিবার বেসরকারি হাসপাতাল রাজশাহী রয়্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সাঈদ আহমেদ বাবুর তত্বাবধানে তার চিকিৎসা চলছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুনের হাতুড়ি সদৃশ বস্তুও আঘাতে তরিকুলের ডান পায়ের দুটি হাড়ই ভেঙে গেছে। অস্ত্রোপচার ছাড়া এটি ঠিক হওয়ার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। তাছাড়া তরিকুলের মেরুদন্ডের হাড় ভেঙেছে কি না, রাজশাহীতে করা এক্সরেতে তা বোঝা যাচ্ছিল না। এ জন্য আরও উন্নত পরীক্ষার প্রয়োজন। সে জন্য তরিকুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
তরিকুলের ছোট বোন ফাতেমা খাতুন জানান, সহপাঠীরা তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়েছেন। তরিকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুন্দরখোল উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গতকাল পর্যন্ত সংগঠনটির অন্য সদস্যরাই তরিকুলের চিকিৎসার সব ব্যবস্থা করে যাচ্ছেন। তরিকুলের ওপর হামলার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। আটকও হয়নি কেউ।



 

Show all comments
  • Saima Siddique ৯ জুলাই, ২০১৮, ৩:১১ এএম says : 0
    আল্লাহ্‌ তুমি তাঁকে সম্পূর্ণ সুস্থ করে দেও।সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক জীবন ফিরিয়ে দেও, আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই আমাদের, এই বাংলাদেশের।
    Total Reply(0) Reply
  • Saimum Sami ৯ জুলাই, ২০১৮, ৩:১২ এএম says : 0
    আল্লার কাছে বিচার দিলাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ