Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টার্নওভারের শীর্ষে বস্ত্রখাত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। তবে সর্বনিম্নে অবস্থান করছে সাধারণ বিমা ও মিউচ্যুয়াল ফান্ড খাত। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ ছিল ওষুধ খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত। লেনদেনে এ খাতের অংশ ছিল ১৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও কাগজ খাত। ডিএসইর মোট লেনদেনের ৯ শতাংশ ছিল এ ২ খাতের।এর পরের অবস্থানে ছিল জ্বালানী বিদ্যুৎ ও বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ৮ শতাংশ করে ছিল এ ২ খাতের। এছাড়া, খাদ্য খাতের ৫ শতাংশ,ব্যাংক, ট্যানারি, সিরামিক খাতে ৪ শতাংশ করে, আইটি ও এনবিএফআই খাতে ২ শতাংশ, সিমেন্ট, পর্যটন, জীবন বিমা, জুট, টেলিকউনিকেশন, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ করে ছিল। আর মিউচ্যুয়াল ফান্ড ও সাধারণ বিমা খাতে ছিল শূন্য শতাংশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বস্ত্রখাত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ