বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের ভিড়ে রাশিয়া বিশ্বকাপের সবেধর নীলমনি হয়ে এখনও টিকে আছে ইংল্যান্ড ও ফ্রান্স। শুধু টিকেই নয়, বেশ ভালোভাবেই রাজত্ব করছে এই দুটি দল। বিশ্বজুড়ে এই দুটি দলকে ঘিরেই এখন চলছে আলোচনা, বাড়ছে স্বপ্নের পরধিও। সেই স্বপ্নের ডানায় ভর করেছেন দল দু’টির সাবেক দুই সারথি ডেভিড বেকহাম ও জ্লাতান ইব্রাহিমোভিচও।
সামারা অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। এই লড়াই নিয়ে ইংলিশ অধিনায়ক বেকহামের সঙ্গে বাজি ধরেছেন আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।