Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামনে আরো কঠিন পথ দেখছেন লুকাকু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ৫:১৭ পিএম

৩২ বছর পর বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে বেলজিয়াম। শেষ আটের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় তারা। তবে বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকুর মতে ব্রাজিলের চেয়েও কঠিন হবে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলা।

এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন লুকাকু। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় গোলের এসিস্টও করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে তিনি জানান, ব্রাজিলের বিপক্ষে জিতে খুশি হলেও, তাদের মনোযোগ এখন ফ্রান্সের ম্যাচের দিকে। কেননা ব্রাজিলের চেয়েও আরো কঠিন হবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি।

লুকাকু বলেন, ‘মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। তাদের দলটা খুবই শক্তিশালী। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের চেয়েও আরো কঠিন হবে ম্যাচটি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ