Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সাধারণ নির্বাচনে রেকর্ড নারী প্রার্থী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ৩:২২ এএম

 আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সর্বোচ্চসংখ্যক নারী। ২৭২টির মধ্যে ১৭১ সাধারণ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন নারীরা। দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। ২৫ জুলাই পাওয়া যাবে সম্পূর্ণ তালিকা। এখন পর্যন্ত ১০৫ জনকে মনোনয়ন দিয়েছে দল। আরও ৬৬ জন আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এর আগে ২০১৪ সালে নারীপ্রার্থীর সংখ্যা ছিল ১৩৫। স্বতন্ত্র প্রার্থীই সেবার বেশি ছিল(৭৪ জন)। আর ৬১ জন পেয়েছিলেন দলীয় মনোনয়ন। ২০০৮ সালে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৭২। দলীয় মনোনয়ন পেয়েছিলেন ৪১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩১ জন।
মোট ১০৫ জন দলীয় প্রার্থী থেকে এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নারী মনোনয়ন দিয়েছে পিপিপি। তাদের দল থেকে ১৯ জনকে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে পাঞ্জাবে ১১ জনকে, সিন্ধে ৫ জনকে ও খাইবার পাখতুনে ৩ জনকে। মুত্তাহিদা মজলিসে আমল থেকে ১৪ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে ৭ জন পাঞ্জাব ও ৪ জন সিন্ধে। আর পাকিস্তান মুসলিম লীগ ১১ জন নারীকে মনোনয়ন দিয়েছে।
পাঞ্জাবে স্বতন্ত্র নারী প্রার্থীর সংখ্যা ৪৪। এরমধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজ, সুমাইরা মালিকা, বেগম তাহমিনা, আসমা আলমগীর, মেহরিন আনোয়ার রাজা।
সিন্ধে মোট নারী প্রার্থীর সংখ্যা ৪৬। খাইবার পাখতুনে ১৫ জন। পিটিআই থেকে সেখানে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি। বেলুচিস্তানে নির্বাচনে লড়বেন ৭ জন নারী।
এদিকে চলতি বছর যেসব নারী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন তাদের অধিকাংশই এসেছেন মধ্য আয়ের পরিবার থেকে। অনেকেই এমনকি ধর্মীয় রক্ষণশীল পরিবার থেকেও এসেছেন। আর তাদের প্রতিদ্ব›িদ্বতা করতে হচ্ছে রাজনৈতিকভাবে সমৃদ্ধ অনেক প্রতিদ্ব›দ্বীর বিপক্ষে।
বিস্ময়কর ব্যাপার হল, মুসলিম লীগ নাওয়াজ ২০১৩ সালে কোন নারীকে মনোনয়ন না দিলেও এবার দিয়েছে ১১ জনকে। এদের মধ্যে রয়েছেন ‘পাকিস্তান’র টাফেস্ট ওম্যান’ চলচ্চিত্রের নাজো ধারেজো। তিনি বেনজিরাবাদ থেকে দলের প্রার্থী হয়েছেন এবং তার প্রতিদ্ব›িদ্বতা হবে পিপিপির শক্তিশালী প্রার্থী গুলাম মুস্তাফা শাহ’র বিরুদ্ধে। মুসলিম এবার একজন হিন্দু মহিলাকেও মনোনয়ন দিয়েছে। নিলম ওয়ালজি নামের এই নারী উমর কোট (২২০) আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন পিপিপির নাওয়াজ ইউসুফ তালপুরের বিরুদ্ধে। ওয়ালজি একই সঙ্গে প্রাদেশিক পরিষদের আসনের জন্য প্রতিদ্ব›িদ্বতা করছেন।
এদিকে পিপিপির টিকেটে প্রতিদ্ব›িদ্বতা করছেন পিপিপির আসিফ আলী জারদারীর দুই বোন ফারইয়াল তালপুর ও আজরা পাচেহো। তারা এর আগে সংরক্ষিত আসন থেকে পার্লামেন্টে তাদের টার্ম পূর্ণ করেন। সূত্র : ডন ও দি ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ