Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান বললেন ভোটে জিততে টাকা লাগে

ডেইলি ডন : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ৩:২২ এএম


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ভোটে জিততে টাকা লাগে। লাগে জনবল। পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে নির্বাচনী প্রচারণাকালে গত বুধবার ইংরেজি দৈনিক ডনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় জনবল ও অর্থের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, এটি ইউরোপ নয়, এটি পাকিস্তান। তিনি বলেন, আপনি নির্বাচনে লড়েন জেতার জন্য। সুবোধ ছেলে হলে নির্বাচন করতে পারবেন না। এখানে ভোটে জিততে হলে দক্ষ পোলিং এজেন্ট ও টাকা দরকার।
সাক্ষাৎকারে ইমরান বলেন, আসন্ন নির্বাচনের লড়াইয়ে জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রায় ৭০০ আসনে প্রার্থী দিয়েছে তার দল পিটিআই। তবে সবার জয়ের ব্যাপারে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না তিনি।
তিনি দলে নবাগতদের উদ্দেশে বলেন, তাদের দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা তা করবে না তাদের দল থেকে লাথি মেরে বের করে দেয়া হবে।
নওয়াজের অপেক্ষায় কারাগার
ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য আদিয়ালা কারাগার অপেক্ষা করছে।
বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সাবেক নেতা জাফর আলী শাহের বাড়িতে কথা বলার সময় তিনি এ কথা বলেন। জাফর আলী পিটিআইতে যোগ দিয়েছেন।
তিনি বলেন, নওয়াজ শরিফ তার স্ত্রী কুলসুম নওয়াজের অসুস্থতাকে ইমোশনাল বø্যাকমেইল হিসেবে ব্যবহার করছেন।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটার বলেন, কুলসুম নওয়াজের জন্য সবারই সমবেদনা রয়েছে। তার নিজের মা-ও ক্যান্সারে মারা গেছেন। মা-কে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে তাকে।
এর পরই তিনি অভিযোগ করেন, নওয়াজ শরিফ তার স্ত্রীর অসুস্থতা দিয়ে জাতিকে ইমোশনাল বø্যাকমেইল করেছেন। তিনি বলেন, লন্ডনে যখন তার স্ত্রী অসুস্থ ছিলেন, তখন তিনি তার কথা মনে করেননি। সে সময়ে তিনি দেশে জনসমাবেশে অংশ নিয়েছেন।
এ সময়ে জাফর আলীর যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পিটিআইতে তার যোগদান দলকে শক্তিশালী করবে। পিটিআই নেতারা দুর্নীতিতে জড়িত আছেন, এমনটি দেখলে সাবেক এ সিনেটর প্রতিবাদ করবেন বলে আশা করেন ইমরান খান



 

Show all comments
  • কাজী রেজাউল করিম ৭ জুলাই, ২০১৮, ৮:০৪ এএম says : 0
    ধন্যবাদ ইমরান খানকে সত্যি বলার জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ