Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীন দলের তা-বে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে -রিজভী

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তৃতীয় ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের অস্রের ঝনঝনানী ও তা-বে সারা দেশের গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
রিজভী বলেন, ইউপি নির্বাচন নিয়ে শাসকদলের হিংস্র তা-বে দেশের মানুষ অপমানিত ও অত্যাচারিত হলেও নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারীরা অনাচার আর জালিয়াতিকে বৈধতা দিয়ে যাচ্ছে।
হতাহতের বর্ণনা দিয়ে তিনি বলেন, আগের দুই দফা নির্বাচনসহ এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪৫ জন নিহত ও ৫ সহস্রাধিক লোক আহত হয়েছেন। সারাদেশের মানুষ ভোট প্রহসনে ক্লান্ত ও আতঙ্কিত। ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনাতিতে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
দুই ধাপের সহিংস নির্বাচন দেশে-বিদেশে ঘৃণিত হলে নির্বাচন কমিশন সকল মিথ্যাচার করার পরও এক পর্যায়ে প্রেসনোট দিয়ে বলেছিল, নির্বাচনের পরবর্তী ধাপগুলো শান্তিপূর্ণ হবে। কিন্তু নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। ক্ষমতাসীনরা সশস্ত্র মহড়া দিয়ে সারাদেশে বিএনপি কর্মী ও ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রশাসন ও সরকারি দলের যৌথ নৃশংস তা-বে বিরোধী দল ও গণমাধ্যম যতই চেঁচামেচি করুক নির্বাচন কমিশনের উচ্চপদস্থ পদাধিকারীরা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছেÑ বলে নির্লজ্জের মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা শাশ্বত মিথ্যাবাদী হিসেবে দেশের মানুষের কাছে আখ্যায়িত হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতাসীন দলের তা-বে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে -রিজভী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ