Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবিকে দেয়া হচ্ছে ৪টি হেলিকপ্টার : যুক্ত হবে হেলি উইং

ডিজি এডিজি পাবেন নতুন র‌্যাঙ্ক ব্যাচ

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দেয়া হচ্ছে ৪ টি হেলিকপ্টার, সৃষ্টি করা হচ্ছে নতুন হেলি উইং এবং  মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত মহাপরিচালকের পদোন্নতি দেওয়া হবে। হেলি উইংয়ের দায়িত্ব থাকবে গুরুত্বপূর্ণ কাজ অথবা প্রয়োজনের সময় হেলিকপ্টারের সুবিধা বিজিবি সদস্যদের জন্য প্রস্তুত রাখা।
গতকাল বুধবার সকালে  রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে কমান্ডার্স কনফারেন্স থেকে এ সব তথ্য জানা যায়। দিনব্যাপী এ কনফারেন্সে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মধ্যে ঢাকায় মহাপরিচালক পর্যায়ের আসন্ন সীমান্ত সম্মেলন, আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন, সীমান্ত পথে মাদক পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, সীমান্তের জমি ব্যবস্থাপনা, সমুদ্রপথে মানবপাচার এবং সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সংক্রান্ত, প্রশাসনিক ও কল্যাণমূলক ইস্যু আলোচিত হয়। কনফারেন্সে উত্থাপিত বিষয়গুলোর ওপর বিজিবি মহাপরিচালক কমান্ডারদের দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে গত সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বাড়ানোর জন্য এই বাহিনীতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার।
তিনি বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজিবির চোখ এড়িয়ে সীমান্তে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। কমান্ডার্স কনফারেন্স থেকে প্রস্তাবটি শতভাগ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রী হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কনফারেন্সে বিজিবির মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের র‌্যাঙ্ক বাড়ানোর দাবি করেন এক কমান্ডার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি এয়ার ফোর্স এবং নেভির র‌্যাংক বাড়ানো হয়েছে। ক্রমান্বয়ে বিজিবির র‌্যাঙ্কও বাড়ানো হবে।
চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম বলেন, ‘বিজিবির হেলি উইং সৃজনের কথা ছিল। আমাদের এমন অনেক ক্যাম্প রয়েছে যেখান থেকে ফিরতে ৮-১০ দিন সময় লেগে যায়। খুব প্রয়োজনের সময় অথবা কেউ অসুস্থ হলে দ্রুত যাতায়াত করা যায় না। এ জন্য আমাদের আরও হেলিকপ্টার প্রয়োজন। আমাদের একটি ও বিমান বাহিনীর একটি মোট দুটি হেলিকপ্টার দিয়ে হচ্ছে না। তাই অন্তত ৪টি হেলিকপ্টার ও প্রয়োজনীয় যানবাহন অতিদ্রুত প্রয়োজন।
বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আশা করছি হেলিকপ্টারের ব্যবস্থা দ্রুত হয়ে যাবে। আসলে বিমানবাহিনীর অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর আগে দুজন সৈনিককে সময়মত হাসপাতালে পৌঁছাতে না পারায় তারা মারা যান। আমাদের নিজেদের হেলিকপ্টার থাকলে যেকোনো পরিস্থিতিতে আমরা রিস্ক নিতে পারি। যেটা সেনাবাহিনীর থাকায় তারা পারছে।
যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান বলেন, ‘ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালকের তিন তারকা বিশিষ্ট র‌্যাঙ্ক ব্যাচ; আর আমাদের মহাপরিচালকের দুই তারকা বিশিষ্ট র‌্যাঙ্ক ব্যাচ। তাদের সঙ্গে যখন আমরা কনফারেন্সে বসি তখন বৈষম্যের মতো মনে হয়। আবার অতিরিক্ত মহাপরিচালকের র‌্যাঙ্ক ব্যাচ ও একজন কমান্ডারের র‌্যাঙ্ক ব্যাচ একই। তাই মহাপরিচালককে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল এবং অতিরিক্ত মহাপরিচালককে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলে ভালো হবে।
বিজিবির উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কাজী অনিরুদ্ধ বলেন, ‘আমাদের ক্ষতিপূরণ ভাতা বন্ধ হয়ে আছে। ২০০৭ সাল পর্যন্ত আমরা এ ভাতার সুবিধা পেয়েছি। কিন্তু ক্ষতিপূরণ ভাতা পুনরায় চালু করা প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘সম্প্রতি এয়ারফোর্স ও নেভিতে নতুন র‌্যাঙ্ক ব্যাচ দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে বিজিবিকেও দেওয়া হবে। আপনারা ভারতের বিএসএফের সঙ্গে নিজেদের তুলনা করবেন না। তারা বিশাল বাহিনী। সবাই যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সে জন্য ধন্যবাদ। এর ফলে বিজিবির সদস্যরা আরও অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করবেন।’
বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ কনফারেন্সে সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), ৪টি রিজিয়নের (সাউথ-ইস্ট রিজিয়ন চট্টগ্রাম, নর্থ-ওয়েস্ট রিজিয়ন রংপুর, নর্থ-ইস্ট রিজিয়ন সরাইল ও সাউথ-ওয়েস্ট রিজিয়ন যশোর) কমান্ডার, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (বিজিটিসি অ্যান্ড এস) কমান্ড্যান্টসহ বিজিবির ৩০টি ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবিকে দেয়া হচ্ছে ৪টি হেলিকপ্টার : যুক্ত হবে হেলি উইং
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ