Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জানমাল রক্ষায় ইউপি নির্বাচনে গুলি করেছে ইসি

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি করে। জানমাল রক্ষা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা প্রতিহত করতে পুলিশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুলি করেছে। এসবের তদন্ত হচ্ছে। যারা মারামারি করেছেন তাদের বিচার কোর্টে হবে।
কমিশনারের (ইসি) সম্মেলন কক্ষে গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বরারবই ঝামেলাপূর্ণ। এ নির্বাচনে আগেও সহিংসতা হয়েছে। তবে সহিংসতা এড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিইসি বলেন,  ধাপে ধাপে ইউপি নির্বাচন হচ্ছে। দুই ধাপের ভোটের অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে আবার বৈঠক হয়েছে। আরও কীভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণ ভোট করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও লোকজনের নিজেদের গোলাগুলিতে প্রাণহানির ঘটনা প্রচলিত আইনে নিষ্পত্তি হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নজিরবিহীন নয়। সব সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কোথাও কোথাও মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয়ে জমা দেওয়ার বিধানও করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানমাল রক্ষায় ইউপি নির্বাচনে গুলি করেছে ইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ