Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাভানির পর সুয়ারেজও!

উরুগুয়ে শিবিরে চোটের হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ৫:০৯ পিএম

ইনজুরি দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না কোচ অস্কার তাবারেজের। শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক এডিসন কাভানি ম্যাচের ৭০ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। উরুগুয়ের জন্য নতুন দুশ্চিন্তার খবর হলো দলের সেরা তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজের ইনজুরি। ট্রেনিং সেশনে চোট পেয়েছেন বার্সা ফরোয়ার্ড।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামার আগে গোটা উরুগুয়ে দল এখন নিঝনি নভগোরদে। সেখানেই নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন খেলোয়াড়েরা। এরই মধ্যে দুশ্চিন্তা সুয়ারেজকে নিয়ে। অনুশীলন করার সময় ডান পায়ে টান লাগে বার্সা তারকার। সাথে সাথেই মাঠ থেকে উঠে যান তিনি। পরীক্ষা শেষেই জানা যাবে কতটা গুরুতর এই চোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ