পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বিমানবন্দরে বিআরটিসি পরিবহনের দ্বিতলা একটি বাসের চাপায় মো. নাজমুল হাসান ফুয়াদ (৩৫) নামে এক ‘পাঠাও’ (মোটরসাইকেলে যাত্রী পরিবহনের বিশেষ সেবা) আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বিমানন্দর এলাকার গোলচত্বর ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের সোনাইমুরিতে। ঘটনার পর চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শারিফ হোসেন জানান, সকালের দিকে দক্ষিণ খানের বাসা থেকে ‘পাঠাও’য়ে করে মহাখালীর অফিসের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথিমধ্যে বিমানবন্দর ক্রসিংয়ের গোলচত্বর অতিক্রম করে সামনের যাওয়ার সময় বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি দ্বিতলা বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নাজমুল হাসানের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলামকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর চালক আজিজুল হকসহ বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।