Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভিয়েশন পার্সোনাল এক্সিডেন্ট বীমার মৃত্যুদাবীর চেক হস্তান্তর

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গত ১ জুলাই যশোর জেলায় দূর্ঘটনায় বিধ্বস্ত হয়। দূর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর ২(দুই) জন কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম (বিডি/৯০০২) ও স্কোয়াড্রন লিডার মো. এনায়েত কবীর পলাশ (বিডি/৯০০৬) নিহত হন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এভিয়েশন পার্সোনাল এক্সিডেন্ট বীমা পলিসির আওতায় মৃত্যুদাবীর ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে ১২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকার একটি চেক গত ৩ জুলাই সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ শাহ্্রিয়ার আহ্্সান বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আল-আমিন-এর নিকট হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সিসি) অর্থ ও হিসাব বিবেকানন্দ সাহা, পুনঃবীমা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেনসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ