Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলিডারিটি লায়ন্স ক্লাবের কমিঠি গঠন

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

লায়ন্স ক্লাব অব চিটাগং সলিডারিটির বিশেষ সভা গত ১ জুলাই ক্লাবের সেক্রেটারী লায়ন এস.এস মইিউদ্দিন খালেদ এর সঞ্চালনায় জিইসির একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে ১ম পর্বে সভাপতিত্ব করেন সলিডারিটি লায়ন্স ক্লাবের চার্টার সভাপতি ও ২০১৭-১৮ সেবা বর্ষের সভাপতি লায়ন এরফান উদ্দিন খালেদ এবং ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০১৮-১৯ সেবা বর্ষের নির্বাচিত সভাপতি লায়ন মনোয়ারা বেগম। সভায় ক্লাবের মেম্বারশীপ চেয়ারপার্সন ও লায়ন্স জিলা ৩১৫বি-৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিজাম উদ্দিন মামুন, ইম্পেরিয়াল লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন এস.এ.মতিন সলিডারিটি লায়ন্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন ডা. কামরুন নাহার দস্তগীর, লায়ন এস.এ.এস নূরুল আব্বাস, লায়ন শরিয়ত উল্লাহ মানিক, লায়ন কেফায়াত উল্লাহ, লায়ন নুরনাহার বেগম, লায়ন জেবুন নাহার, লায়ন নুসরাত, লায়ন¡ মোহাম্মদ আবদুল হাই, লায়ন প্রকৌঃ সরোয়ার আলম প্রমূখ বক্তব্য প্রদান করেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লায়ন গাউসুল হক চৌধুরী ও লায়ন্স শপথ বাক্য পাঠ করান লায়ন ইসমত আরা চৌধুরী। অনুষ্ঠানে লায়ন নিজাম উদ্দিন মামুন ১৮-১৯ সেবা বর্ষের কার্যক্রম পরিচালনার জন্য লায়ন মনোয়ারা বেগমকে সভাপতি, লায়ন ডা. কামরুন নাহার দস্তগীরকে সিনিয়র সহ-সভাপতি, লায়ন এস.এম, মহিউদ্দিন খালেদকে সেক্রেটারী ও লায়ন¡ শরিয়ত উল্যাহ মানিককে ট্রেজারার করে ১৯ সদস্য বিশিষ্ট সলিডারিটি লায়ন্স ক্লাবের কমিঠির নাম ঘোষাণা করেন। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লায়ন্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ