পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার ঃ দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়াম, নীলক্ষেত ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্স্টিটিউটের প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ। দেশে অর্থনৈতিক কর্মকা-ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, সেক্রেটারি মো: আবদুর রহমান খান এফসিএমএ, ট্রেজারার প্রফেসর ড. স্বপন কুমার বালা এফসিএমএ এবং ইনস্টিটিউটের উল্লেখযোগ্য ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।