বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে একটি সুখবর পেল ব্রাজিল। দলের অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড দগলাস কস্তা ও পিঠের চোটে ভোগা মার্সেলো। ফলে বেলজিয়ামের বিপক্ষে দেখা যেতে পারে জুভেন্টাস মিডফিল্ডারকে।
এখন পর্যন্ত চলতি আসরে মাত্র ৪৫ মিনিট খেলতে পেরেছেন কস্তা। কোস্টারিকার বিপক্ষে বিরতির পর উইলিয়ানের বদলি হয়ে মাঠে নামেন ইউভেন্তুস ফরোয়ার্ড। ঐ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলা হয়নি তার। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ছিলেন না কস্তা। তবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। কোয়ার্টার-ফাইনালের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার।
অনুশীলনে দেখা গেছে দলের লেফট ব্যাক মার্সেলোকেও। কোস্টারিকা ম্যাচের শুরুতেই পিঠের ব্যথার কারণে উঠে যান রিয়াল মাদ্রিদ তারকা।
আগামী শুক্রবার কাজান অ্যারেনায় শেষ চারে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বেলজিয়াম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।