পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল মামুনের ফেসবুক আইডি বন্ধ হয়ে গেছে। বুধবার ভোরে অনেকবার চেষ্টা করা হলেও তার আইডিতে ঢুকতে পাড়ছেন না বলে অভিযোগ করেছেন মামুন।
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন, ফারুখ হাসান, নূরুল হক নূর, মাহফুজ খান প্রমুখ। এদের মধ্যে রাশেদ খাঁন ও ফারুখ হাসান গ্রেফতার হয়েছেন। অন্যদিকে নুরুল হক নূর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রাশেদ খাঁনের সাথে মাহফুজ খানকেও তুলে নেয় ডিভি পুলিশ। তবে এখনো মাহফুজের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কোটা আন্দোলনকারীদের বর্তমান অবস্থায় নেতৃত্বের ভার এসে পড়ে হাসান আল মামুনের ওপর। তবে এই আইডি থেকেই ফেসবুকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তবে আকস্মিকভাবেই তার ফেসবুক আইডি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে হাসান আল মামুন জানান, আজ ভোরবেলায় আমার আইডি ডিজেবল হয়ে গেছে। আমি ফেসবুকে ঢুকতে পারছি না। থানায় গিয়ে জিডিও করাও সম্ভব হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।