পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস (ন্যাশনালাইজেশন) অর্ডার, ১৯৭২’ রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল-২০১৮’ পাস হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) একাধিক সদস্যের আনা জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট চেস) অর্ডিন্যান্স, ১৯৬০ (ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্স ১৯৬০ এর এর ১৩ নম্বর) রহিতকল্পে আনা ‘সুগার (রোড ডেভেলপমেন্ট চেস) (রহিতকরণ) বিল, ২০১৮’ পাস হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। এর আগে বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) একাধিক সংসদ সদস্যের আনা জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে ‘বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিল-২০১৮’ যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।