পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে আবারও আগের অবস্থান থেকে সরে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরের জন্য সংস্থাটি ৩.২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আর ২০১৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ঠিক করেছে ৩.৫ শতাংশ। বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস অবসফেল্ড জানিয়েছেন, বিশ্ব প্রবৃদ্ধির পরিধি ক্রমাগত কমছে। এ প্রবণতা আমাদের অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলেছে।
খবরে বলা হয়, এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্ব অর্থনীতির পূর্বাভাস কমালো আইএমএফ। সংস্থাটি আগের প্রতিবেদনে এ বছরের জন্য প্রবৃদ্ধি ধরে ৩.৪ শতাংশ। আর ২০১৭ সালের জন্য প্রবৃদ্ধি ঠিক করে ৩.৬ শতাংশ। অবশ্য, এক বছর আগে সংস্থাটি এ বছরের জন্য বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস ঠিক করেছিল ৩.৮ শতাংশ। আইএমএফের বিশেষকরা মনে করছেন, বিশ্ববাজারে তেলের অব্যাহত দরপতন বিশেষ করে নাইজেরিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম কম বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। অন্যদিকে, ব্রাজিল, রাশিয়াসহ বেশকিছু দেশও তাদের অর্থনৈতিক পূর্বাভাস কমিয়েছে। এতে করে, সামগ্রিকভাবে বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।