Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার আপিল শুনানি ৮ জুলাই

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা:

স্টাফ রিপোটার: | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৮ জুলাই ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে দায়ের করা সময় আবেদন নিস্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৭ জুন দুদকের আবেদনে হাইকোর্ট খালেদা জিয়ার আপিলের ওপর এবং রোববার ওপর তিনটি আপিলের ওপর শুনানির জন্য ৩ জুলাই ধার্য করেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শুরু। খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, অ্যাডভোকেট আনিছুর রহমান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন কাজল।
শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, এ মামলায় ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশ পুনঃবিবেচনা চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্ত দেয়া পর্যন্ত শুনানি মুলতবি করার আর্জি জানাচ্ছি। তিনি বলেন, আমাদের একটি রিজনেবল সময় দিন। আজকেই আমরা রিভিউ নিয়ে চেম্বার আদালতে যেতে পারি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও দুদকের পক্ষ থকে এর বিরোধিতায় বলা হয়, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। হাইকোটের্র জন্য এ নির্দেশ মানার বাধ্যবাধকতা রয়েছে। তিন পক্ষের শুনানি শেষে আদালত ৮ জুলাই পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন। এর আগে গত ১৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন বহাল রাখেন। রায়ে ৩১ জুলাইয়ের মধ্যে পাঁচ বছরের দÐের বিরুদ্ধে হাইকোর্টে করা খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে বলা হয়। হাইকোর্টের দেয়া জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে দেন।
এছাড়াও সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের করা পৃথক তিনটি আপিল এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা আপিলের ওপর হাইকোর্টে শুনানির জন্য ছিল। এখন ওই সকল আবেদনও মুলতবি হয়েছে বলে জানান আইনজীবীরা।
প্রসঙ্গ, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রææয়ারি পাঁচ বছরের কারাদÐ দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। #######

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ