Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বাড়ছে গমের আবাদ ১০ বছরে ৪৬ হাজার ২১৬ মেট্রিক টন উৎপাদন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে বিগত ১০ বছরে ৪৬ হাজার ২১৬ মেট্রিক টন গমের উৎপাদন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গমের মূল্য ভালো, উৎপাদন খরচ তুলনামূলক কম, তেমন লেবার প্রয়োজন হয় না, পরিচর্যা সহজ ও রোগ-বালাই কম এসব কারণে জেলায় গমের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সূত্র জানায়, জেলায় ২০০৬ সালে গমের চাষ হয় ২ হাজার ৮৬০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে ৪ হাজার ৫১০ মেট্রিক টন, ২০০৭ সালে গমের চাষ হয় ২ হাজার ৪৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ৪ হাজার ২০৬ মে: টন, ২০০৮ সালে গমের চাষ হয় ১ হাজার ২৭৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে ৩ হাজার ১৬৯ মে: টন, ২০০৯ সালে গমের চাষ হয় ১ হাজার ৭০৩ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ৪ হাজার ১৫০ মে: টন, ২০১০ সালে গমের চাষ হয় ১ হাজার ৫১০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৩ হাজার ৭২৯ মে: টন, ২০১১ সালে গমের চাষ হয় ১ হাজার ৭২৫ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৪ হাজার ৩৪৭ মে: টন, ২০১২ সালে গমের চাষ হয় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৪ হাজার ৭২৫ মে: টন, ২০১৩ সালে গমের চাষ হয় ১ হাজার ৮২০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ ছিল ৫ হাজার ১৪৭ মে: টন এবং ২০১৪ সালে গমের চাষ হয় ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে, উৎপাদিত গমের পরিমাণ হচ্ছে ৬ হাজার ১০৫ মে: টন গম এবং ২০১৫ সালে গমের চাষ হয় ১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে, এতে গমের উৎপাদন হয় ৬ হাজার ১২৮ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার গমের উৎপাদন ভালো হয়েছে। জেলার অধিকাংশ এলাকার মাটি গম চাষের উপযোগী বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়পুরহাটে বাড়ছে গমের আবাদ ১০ বছরে ৪৬ হাজার ২১৬ মেট্রিক টন উৎপাদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ