Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনসিসি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা স¤প্রসারণের লক্ষ্যে আয়োজিত এনসিসি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সোমবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের দেশব্যাপী ১১১টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানগণের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক আবদুস সালাম এবং খায়রুল আলম চাকলাদার। অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এতে যোগ দেন। সম্মেলনে গত ছয় মাসের সার্বিক ব্যাংকিং কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপন্থা নির্ধারণ করা হয়।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ