Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জামিন স্থগিতে বিএনপি বিস্মিত’

দুই দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ন্যাক্কারজনক অপকৌশলে এবং নি¤œ আদালতকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে খালেদা জিয়ার জামিন স্থগিতা করায় বিক্ষুব্ধ ও বিস্মিত হয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে জেলে রয়েছে। তার একটি মামলায় আদেশ দেয়া হয়েছে যে আদেশটি আমাদের বিম্মিত ও বিক্ষুব্ধ করেছে, গোটা জাতি আজকে বিক্ষুব্ধ হয়েছে। আপিল বিভাগ থেকে এই আদেশটি হয়েছে। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং নিয়ন্ত্রণ করে দেশনেত্রীকে দীর্ঘস্থায়ীভাবে কারাগারে আটক রাখার চেষ্টা করছে সরকার। গতকাল (সোমবার) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি একটি ভিত্তিহীন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। সেই মামলায় সাজার পর তার যে, আইনি প্রাপ্যতা, সুবিধা ও জামিন পাওয়ার কথা। সেটা সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে। হাইকোর্ট তার জামিন দিয়েছে সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। মূল মামলায় জামিন হওয়ার পরও তিনি যেন বের হতে না পারেন, তার কারাবাস দীর্ঘায়িত করার জন্য, আরও অনেক মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। বিচারবিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কারাবাস দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। আমরা এই প্রক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এ কার্যকলাপে ঘৃণা প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহŸান জানাচ্ছি। খালেদা জিয়ার আইনি প্রাপ্যটুকু তাকে দেয়ার জন্য আহŸান জানাচ্ছি।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার জামিন উচ্চ আদালতের বহাল রাখার পরও কেনো তিনি এখনো মুক্তি পাচ্ছেন না। সারাদেশের মানুষের কাছে এটা বড় প্রশ্ন। এর প্রধান কারণ হলো নিম্ন আদালত। কুমিল্লায় ৩টি, নড়াইলে একটি ও ঢাকায় দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এগুলো একেবারে নিষ্ক্রিয় ও হয়রানিমূলক মামলা ছিলো। এই ৬টার মামলায় অন্যান্য আসামীরাও কিন্তু জামিনে মুক্ত আছেন। এই বৈষম্যটা দেশনেত্রীর জন্য করা হচ্ছে শুধুমাত্র তার জামিন বিলম্বিত করার জন্য। তিনি বলেন, উনার বিরুদ্ধে ৩৬টা মামলায় জামিন হয়েছে। শুধু এই ৬টি ছাড়া। এসব মামলায় হাইকোর্ট নিম্ন আদালতকে দ্রæত নিষ্পিত্তির জন্য আদেশ দিলেও নড়াইল ও কুমিল্লার মামলায় শুনানি হলেও আদেশ দেবে যথাক্রমে ১৭ জুলাই ও ৮ আগস্ট। কত নিচু মনের সরকার। নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন সরকার, সেজন্য নিম্ন আদালতের বিচারকরা তাই করছেন। তা নাহলে হাইকোর্টের আদেশের পরও নিম্ন আদালতের বিচারকরা মানছেন না। এটা ভয়ংকর একটা বিষয়। এটা আদালত অবমাননার শামীল তো বটেই এটা বড় অপরাধও। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘সরকারের পেটুয়া বাহিনী’ হামলা ও গ্রেফতারের ঘটনার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
দুই দিনের কর্মসূচি: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৫ জুলাই ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে। আগামী ৯ জুলাই ঢাকাসহ সারাদেশে প্রতীক অনশনের কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, ৯ জুলাই প্রতীকী অনশন অনুষ্ঠিত হবে সারাদেশে। ঢাকাতে আমরা স্থানের জন্যে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অথবা মহানগর নাট্যমঞ্চে চাইবো। আশা করি আমরা অনুমতি পাবো।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এড. জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী, আবদুল কাইয়ুম, ট্রেজারার মিজানুর রহমান সিনহা, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।####

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ