Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা সংস্কার অতটা সহজ নয় -মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৩:৫০ পিএম | আপডেট : ৭:৩২ পিএম, ২ জুলাই, ২০১৮
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা সংস্কারকে যতটা সহজভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অতটা সহজ নয়, জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
তবে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিউল আলম।
 
তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নিচের লেভেলে এখনও এটি ট্রাসমিটেড হয়নি।’
 
সংস্কার কার্যক্রম শেষের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।’
 
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারে গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।’


 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৩ জুলাই, ২০১৮, ১০:৩৬ পিএম says : 0
    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাথে আমি একমত পোষন করি। তিনি বলেছেন “কোটা সংস্কারকে যতটা সহজভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অতটা সহজ নয়, জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।” তিনি সময়ের উপর বলেন, ‘আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।’ ওনার এই কথার পর কোটা সংস্কারকারীদের আর কোন প্রশ্ন থাকতে পারে বলে আমি মনে করি না। সাথে আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইয়েরাও যেন এই নাজুক বিষয়ে আর বাতাস না দেন। আমি দেখে আসছি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ভাইয়েরা এই বিষয়টাকে এতই গুরুত্ব দিচ্ছেন মনে হচ্ছে এটা যেন দেশের কতবড় একটা বিষয় যেটা নিয়ে নাড়াচারা নাকরলে দেশের মহা ক্ষতি সাধন হয়ে যাবে তাই না??? আমি মনেকরি এই বিষয়টা নিয়ে সাংবাদিকদের আর কোন ঘাটাঘাটি করা ঠিক হবেনা কারন ঘাটাঘাটি করতে গিয়ে অসাবধানতার কারনে আগুন লেগে যেতে পারে এবং সেই দায়িত্ব তখন এই মিডাকেই নিতে হবে। আল্লাহ্‌ আমাকে সহ আমাদের দেশের সাংবাদিকদের দেশের কাজ করার জ্ঞান দান করুন। আমীন
    Total Reply(0) Reply
  • a rohim ৫ জুলাই, ২০১৮, ৩:২৫ পিএম says : 0
    কোটা সংষ্কার না হলেই তো আপনাদের লাভ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ