Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের বর্ণনা শুনলেন জাতিসংঘ মহাসচিব

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ২:৪৩ পিএম
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে রাখাইনের হত্যা ও ধর্ষণের বর্ণনা শুনলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সোমবার কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার গল্প শোনেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, তারা ন্যায়বিচার চায়। নিরাপদে বাড়ি ফিরতে চায়। রোহিঙ্গা শিবিরে পৌছানোর পথে আরেক টুইটে তিনি বলেন, ‘রোহিঙ্গারা বিশ্বে সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। মানবিক ও মানবাধিকারের দিক দিয়ে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট পীড়াদায়ক।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা প্রদর্শনের জন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’ 
উল্লেখ্য, বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা বর্তমানে কক্সবাজারে রয়েছেন। তারা সরেজমিন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় শিবির পরিদর্শন করেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আীল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্দিও তাদের সঙ্গে রয়েছেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ